Category Archives: 93. আহকাম (৭১৩৭-৭২২৫)

93. আহকাম (৭১৩৭-৭২২৫)

হা‌দিস নম্বরঃ 7137

সহীহ বুখারী (তাওহীদ), ৯৩/ আহ্কাম৭১৩৭. আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে আমার আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল। আর যে আমার নাফরমানী করল, সে আল্লাহরই নাফরমানী করল। এবং যে আমার (নির্বাচিত) আমীরের আনুগত্য করল, সে … Continue reading

Posted in 93. আহকাম (৭১৩৭-৭২২৫) | Leave a comment

হা‌দিস নম্বরঃ 7138

সহীহ বুখারী (তাওহীদ), ৯৩/ আহ্কাম৭১৩৮. ‘আবদুল্লাহ্ ইবনু  ‘উমার (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো! তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল; আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম, যিনি জনগণের দায়িত্বশীল, তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত … Continue reading

Posted in 93. আহকাম (৭১৩৭-৭২২৫) | Leave a comment

হা‌দিস নম্বরঃ 7139

সহীহ বুখারী (তাওহীদ), ৯৩/ আহ্কাম৭১৩৯. মুহাম্মাদ ইবনু যুবায়র ইবনু মুতঈম (রহ.) হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে, তারা কুরাইশের একটি প্রতিনিধি দলের সাথে মু‘আবিয়াহ (রাঃ)-এর নিকট ছিলেন। তখন মু‘আবিয়াহ (রাঃ)-এর নিকট সংবাদ পৌঁছল যে, ‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) বর্ণনা করেন … Continue reading

Posted in 93. আহকাম (৭১৩৭-৭২২৫) | Leave a comment

হা‌দিস নম্বরঃ 7139

সহীহ বুখারী (তাওহীদ), ৯৩/ আহ্কাম৭১৩৯. মুহাম্মাদ ইবনু যুবায়র ইবনু মুতঈম (রহ.) হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে, তারা কুরাইশের একটি প্রতিনিধি দলের সাথে মু‘আবিয়াহ (রাঃ)-এর নিকট ছিলেন। তখন মু‘আবিয়াহ (রাঃ)-এর নিকট সংবাদ পৌঁছল যে, ‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) বর্ণনা করেন … Continue reading

Posted in 93. আহকাম (৭১৩৭-৭২২৫) | Leave a comment

হা‌দিস নম্বরঃ 7140

সহীহ বুখারী (তাওহীদ), ৯৩/ আহ্কাম৭১৪০. ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (খিলাফাতের) এই বিষয়টি সব সময় কুরাইশদের মধ্যেই থাকবে, যতদিন তাদের থেকে দু’জন লোকও অবশিষ্ট থাকবে। [৩৫০১] (আধুনিক প্রকাশনী- ৬৬৪১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৫৫) Narrated … Continue reading

Posted in 93. আহকাম (৭১৩৭-৭২২৫) | Leave a comment

হা‌দিস নম্বরঃ 7141

সহীহ বুখারী (তাওহীদ), ৯৩/ আহ্কাম৭১৪১. ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু’রকমের লোক ব্যতীত অন্য কারো প্রতি ঈর্ষা করা যায় না। একজন হলো এমন লোক, যাকে আল্লাহ্ ধন-সম্পদ দান করেছেন এবং তাকে তা সৎপথে … Continue reading

Posted in 93. আহকাম (৭১৩৭-৭২২৫) | Leave a comment

হা‌দিস নম্বরঃ 7142

সহীহ বুখারী (তাওহীদ), ৯৩/ আহ্কাম৭১৪২. আনাস্ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি তোমাদের উপর এমন কোন হাবশী দাসকেও শাসক নিযুক্ত করা হয়, যার মাথাটি কিশমিশের মত তবুও তার কথা শোন ও তার আনুগত্য … Continue reading

Posted in 93. আহকাম (৭১৩৭-৭২২৫) | Leave a comment

হা‌দিস নম্বরঃ 7143

সহীহ বুখারী (তাওহীদ), ৯৩/ আহ্কাম৭১৪৩. ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি তার আমীর (ক্ষমতাসীন) থেকে এমন কিছু দেখে, যা সে অপছন্দ করে, তাহলে সে যেন ধৈর্য ধরে। কারণ, যে কেউ জামা‘আত থেকে … Continue reading

Posted in 93. আহকাম (৭১৩৭-৭২২৫) | Leave a comment

হা‌দিস নম্বরঃ 7144

সহীহ বুখারী (তাওহীদ), ৯৩/ আহ্কাম৭১৪৪. ‘আবদুল্লাহ্ (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ যতক্ষণ আল্লাহর নাফরমানীর নির্দেশ দেয়া না হয়, ততক্ষণ পছন্দনীয় ও অপছন্দনীয় সকল বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য তার মান্যতা ও আনুগত্য করা কর্তব্য। যখন নাফরমানীর … Continue reading

Posted in 93. আহকাম (৭১৩৭-৭২২৫) | Leave a comment

হা‌দিস নম্বরঃ 7145

সহীহ বুখারী (তাওহীদ), ৯৩/ আহ্কাম৭১৪৫. ‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ক্ষুদ্র সৈন্যদল পাঠালেন এবং একজন আনসারীকে তাঁদের আমীর নিযুক্ত করে সেনাবাহিনীকে তার আনুগত্য করার নির্দেশ দিলেন। এরপর তিনি (‘আমীর) তাদের উপর রাগান্বিত হলেন এবং … Continue reading

Posted in 93. আহকাম (৭১৩৭-৭২২৫) | Leave a comment